সাবেক সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মতিন আটক

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে (৫০) আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল মতিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মতিন। ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মতিনের বাড়িতে তলস্নাশি চালানো হয়। এর আগে, শনিবার ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হক বাবুকে চট্টগ্রামের হালিশহর থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে ছেড়ে দেওয়া হয়।