নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী ইলিয়াসের (৩২) সন্ধান মেলেনি ১২ দিনেও। ইলিয়াস গত ৩১ অক্টোবর বিকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে এলাকার লোকজনের সঙ্গে আড়াইহাজার উপজেলা সদরে মিছিলে গিয়ে হারিয়ে যায়।
ইলিয়াসের বাবা হাইজাদি ইউনিয়নের হাইজাদি গ্রামের দরিদ্র শ্রমজীবী মানুষ আবু সাঈদ বলেন, 'ইলিয়াস আমার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। তার স্বাভাবিক কোন জ্ঞান নেই। সে রাজনীতির কিছুই বুঝে না। এলাকাবাসীর সঙ্গে আমাদের কিছু না বলে মিছিলে চলে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।'
তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে টিয়া রঙের গেঞ্জি ছিল। ইলিয়াসের মা জানান একই কথা। তারা প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেতে মোবাইল নম্বর দিয়েছেন। নম্বরটি হলো ০১৯২৪৩৭০৮২৩। ইলিয়াসকে খুঁজে পেলে এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন বাবা আবু সাঈদ।