ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোর ৬টায় উপজেলার তুজারপুরের সরইবাড়ি গ্রামে এ সংঘর্ষটি ঘটে। এ সংঘর্ষে ১২ জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। এ সংঘর্ষের কারণে ওই এলাকায় এক পস্নাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে 'তালুকদার গ্রম্নপ' ও 'খান গ্রম্নপ'র মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 'তালুকদার গ্রম্নপ' পক্ষের নেতৃত্ব দেন সরইবাড়ি গ্রামের বাবুল তালুকদার (৭০) ও 'খান গ্রম্নপ' পক্ষের নেতৃত্ব দেন সরইবাড়ি গ্রামের কবির খান (৫৫)।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা যায়, গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান বলেন, 'জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খানপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।'