চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক সড়কের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ। অপরদিকে মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোলার বোরহানউদ্দিন, ময়মনসিংহের গৌরীপুর, ঝালকাঠির নলছিটি ও কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান করে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক সড়কের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি হাজীগঞ্জের এসিল্যান্ড রিফাত জাহান। অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জন বালুদসু্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি গ্রামের কুমার নদে অভিযান চালিয়ে তাদের সাজা প্রদান করেন ইউএনও মাহফুজুল হক। কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পিরোজপুরের নাজিরপুর থানার নায়মুল হাসান (২৪), শাহপরান (২৪), নেছারাবাদ থানার মিজান (৩২), আল-আমিন (৩৭), ইমরান (২৫), ইলিয়াস (৩১), বরিশালের বানারীপাড়া থানার হাসান মেহেদী (৩৭), মাদারীপুরের শিবচর থানার ঠান্ডু খালাসী (৪৫) ও বাগেরহাটের রামপাল থানার মাহফুজ হাওলাদার (৩৪)।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাঁট বাজারে পলিথিনবিরোধী অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২টার দিকে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. রায়হান-উজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন বোরহানউদ্দিন থানার পুলিশ ফোর্স ও ভোলা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে চার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাইস্কুল রোডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টায় এসিল্যান্ড সমাপ্তি রায়ের নেতৃত্বে এ অভিযান পারচালিত হয়। এ সময় নলছিটি থানার সাব-ইন্সপেক্টর হেমায়েত ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক (অ.দ.) এ.এস.এম মাসু-উদ দৌলা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি কাদের বকসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন, চিলমারীর সাব্বির রহমান প্রমুখ।