মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি-ফসলি জমি

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
টানা বৃষ্টি ও নদীর পানি কমতে শুরু করায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতী নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত চার-পাঁচ মাসে উপজেলার পশ্চিম সালামতপুর গ্রামের সাতটি পরিবারের বসতবাড়ি, রাস্তাঘাট বিলীন হয়েছে। অনেক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভাঙনে কমপক্ষে ১০ একর ফসলি জমি নদীতে চলে গেছে। সালামতপুর ও দয়ারামপুর গ্রামের কৃষিজমি ভেঙে যাচ্ছে চোখের পলকে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সালামতপুর গ্রামের নদীর পশ্চিম-উত্তর পারের অনেকেই। তবে ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রম্নত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর, বকসিপুর, জারজরনগর, বিজয় নগর, চরকসুন্দি এই পাঁচ গ্রামের মানুষ মধুমতি নদীর ভাঙনের থেকে রক্ষা পেতে দিশেহারা হয়ে পড়েছে। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী বলেন গ্রামগুলোর ৃষিজমি, ঘরবাড়ি মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্ষার্থে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। নদী ভাঙরোধের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার জানান, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কিছু এলাকার কাজ শুরু হয়েছে। অচিরেই বাঁধের কাজ শুরু হবে।