মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
রূপগঞ্জে নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ সভা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল -যাযাদি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী, মুড়াপাড়া, ভুলতা, কাঞ্চন, ৩০০ ফুট সড়কসহ আশপাশের এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। গত রোববার বিকালে উপজেলা বিএনপি রূপসী থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শিল্পকলা মাঠে প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ। বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ'র সম্মিলিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, বিএনপি নেতা নাসির উদ্দিন, রমজান আলী, শুক্কুর আলী মোলস্না, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, তারাবো পৌর বিএনপি নেতা মো. দেওয়ান, ইব্রাহিম দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহম্মদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে