সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে রাজবাড়ী, যশোরের অভয়নগর ও কুমিলস্নার নাঙ্গলকোটে ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। রোববার রাতে দোয়ারাবাজারের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের মো. মাহমুদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (১৯), মো. আব্দুল করিমের ছেলে মো. আব্দুল তাহিদ (২৬), মো. ইসমাইল আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (২১), মাহমুদ আলীর ছেলে মো. জাবেদ মিয়া ওরফে জুবায়ের আহমদ (৩২), মৃত আব্দুলস্নাহ ওরফে ডেংগুরার ছেলে মো. মনোয়ার হোসেন (৩৫), দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে রুনা আক্তার (২০), নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাইফুর রহমান (২৪)।
স্টাফ রিপোর্টার রাজবাড়ী জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শহীদ মোলস্না হত্যা মামলার দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানাধীন বালিয়াডাংগা এলাকা থেকে মো. শাকিল খান (২৫) ও মো. হাসিবুল হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাকিল খান ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হবালিয়াডাঙ্গা গ্রামের হালিম খানের ছেলে হাসিবুল হাসান।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চাইনিজ কুড়ালসহ মো. শারিফ খান (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলা বুইকারা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটক শারিফ খান বুইকারা গ্রামের মো. ইকবাল খানের ছেলে। অভয়নগর থানার (ওসি) এমাদুল করিম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো রূপা বেগম (২৬) উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়ার হিরো মোল্যার মেয়ে। অপর আটক মোহাম্মদ সোহাগ (৩২) একই গ্রামের শুক্কুর মোড়লের ছেলে।
নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। রোববার থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের মুন্সী বাড়ির ওসমান গনির ছেলে মো. আবু বক্কর (৫০), নোয়াপাড়া গ্রামের মিস্ত্রি বাড়ির লেদু মিয়ার ছেলে বাবুল (৪৫), চট্টগ্রাম পাহাড়তলী সরাইপাড়া প্রাণ পরিমল সড়কের আব্দুল হাকিমের ছেলে শাহীন (৩৯), জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮) ও পানকরা গ্রামের মোকছোদের ছেলে মো. রাকিব (১৯)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে।