মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর বাস, ঘুমন্ত নারীর মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর বাস, ঘুমন্ত নারীর মৃতু্য
কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর বাস, ঘুমন্ত নারীর মৃতু্য

গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে যায়। এতে বাসচাপায় ঘুমন্ত এক নারীর মৃতু্য হয়। এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুশিক্ষার্থী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক নারীযাত্রী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের টোক এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক কৃষকের বাড়িতে ঢুকে যায়। এতে বাসচাপায় ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় মিনারা বেগম (৬০) নামে এক নারীর মৃতু্য হয়েছে। নিহত মিনারা বেগম উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। সোমবার সকালে টোক এলাকায় ইলোরবাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় উজলী দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দীন জানান, সকালে টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে তাকে চাপা দেয়। এতে তিনি মারা যান। তবে ভাগ্যক্রমে দুই নাতি বেঁচে যায়।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা কেরানীগঞ্জ মডেল থানা রামেরকান্দা এলাকার বাদশা মিয়ার মেয়ে ও রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান বলেন, সকালে বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা ফাতেমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আহত হলে ফাতেমাকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক আব্দুর রশিদকে (২৮) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ঝর্ণা বেগম (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। সোমবার দুপুরে ওই মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী। আহতরা হলেন- একই গ্রামের মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেলস্না মিয়ার পুত্র দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্‌ফর হোসেন জানান, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশায় গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত ও অন্যরা আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে