নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভূঁইয়া জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ কার্যক্রম চলমান থাকবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ডিম বিক্রেতা প্রতিষ্ঠানের দোকানে ক্রেতারা লাইন ধরে ডিম কিনছেন। এক হালি ডিমের দাম ৪৬ টাকা। এক ডজন ডিমের দাম ১৪০ টাকা। এক খাঁচি ডিম ৩৪৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
বর্তমান বাজার দর থেকে অনেক কম দামে ডিম কিনতে পেরে ক্রেতারা অনেক খুশি।