শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হোসনেপুরে আগুনে পুড়ল ৮ দোকান

হোসনেপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
হোসনেপুরে আগুনে পুড়ল ৮ দোকান

কিশোরগঞ্জরে হোসনেপুরে আগুন লেগে ৮টি দোকানের সব মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসি, দুইটি হার্ডওয়্যার দোকান, দুইটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থ গিয়ে প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে