শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
ধর্ষণ মামলার আসামিসহ ৭ জেলায় গ্রেপ্তার ১৬

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৬, পিটুনিতে সর্দারের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৬, পিটুনিতে সর্দারের মৃতু্য

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতির সময় সেনাবাহিনীর অভিযানে ৬ ডাকাত আটক ও গণপিটুনিতে ডাকাত সর্দারের মৃতু্যর খবর পাওয়া গেছে। এ ছাড়া ধর্ষক-জুয়াড়িসহ সাত জেলায় আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সাতক্ষীরা প্রতিনিধি জানান, ডাকাতির প্রস্তুতির সময় সাতক্ষীরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ককটেল, রাম দা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় গণপিটুনিতে ডাকাত সর্দার কামরুল ইসলামের মৃতু্য হয়েছে। তিনি দেবহাটা উপজেলার খলিশাখালির মৃত বক্কর গাজীর ছেলে। শুক্রবার ভোররাতে দেবহাটা উপজেলার খলিষাখালিতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন-উপজেলার বদরতলা গ্রামের জামিল ফকিরের ছেলে হোসেন, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে হাসিবুল হাসান সবুজ, একই উপজেলার বড়াবট গ্রামের আকরাম গাজীর ছেলে রবিউল আওয়াল ও বাবুরাবাদ এলাকার রুহুল আমিন গাজীর ছেলে মেহেরাব, শ্যামনগর উপজেলার বাবুরাবাদ গ্রামের নরিম সরদারের ছেলে মো. নুরুজ্জামান, আশাশুনি উপজেলার শ্রীগঞ্জের মো. সাইদের ছেলে মো. সোহেল।

দেবহাটা থানার ওসি নুর মোহাম্মদ জানান, খলিষাখালীতে দীর্ঘদিন একটি সন্ত্রাসী গ্রম্নপ অবস্থান নিয়ে ডাকাতি, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোর রাতে সেখানে অভিযান চালায়। এ সময় একদল ডাকাত ইট-পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালানোর চেষ্টা করে। বিভিন্ন দিক থেকে ডাকাতদের ঘেরাও ডাকাত দলের প্রধান কামরুল ইসলামকে গণপিটুনি দেয় এলাকাবাসী। সেনাবাহিনী তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সেনাবাহিনী ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ভূট্টুকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার রংপুরর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত আসামি নগরীর পান্ডারদিঘী এলাকার লুৎফর রহমানের ছেলে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে একজনকে গ্রেপ্তার ও তিনটি মোটর সাইকেল জব্দ করেছে। শুক্রবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া এলাকা থেকে একই এলাকার মুজিবুর রহমানের ছেলে আবুল কালামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে ৫শ ইয়াবাসহ রিনা ঢালী (৪৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পট্টি ব্রিজের দক্ষিনে তিন রাস্তার মোড়ে নাহিদ সরদারের দোকানের উত্তর পাশ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারী গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড এলাকার আনসার ঢালীর স্ত্রী। অন্যদিকে, উপজেলার পৌর এলাকার ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জয়নাল ব্যাপারী (৪৫) নামে একজন ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিনাকুন্ডুতে টিসিবির পণ্য চুরি করে বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মান্দিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উত্তর কাস্টসাগর গ্রামের হারুন অর রশিদ ও রঘুনাথপুর গ্রামের সুকেশ কর্মকার।

লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার লাকসামে ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার রাজঘাট সিন্নিপাড়া থেকে ৫৩পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শালিখায় পুলিশের পৃথক তিনটি অভিযানে ৩০০ গ্রাম গাজাঁসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। উপজেলার বরইচারা গ্রামের হাজরাতলা, পাঁচকাউনিয়া ও ধনেশ্বরগাতী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বরইচারা গ্রামের সমির শিকদারের ছেলে সুরঞ্জিত শিকদার, একই গ্রামের বিশ্বজিতের ছেলে সাধন বিশ্বাস ও পাচকাউনিয়া গ্রামের আঞ্জারুল ইসলামের ছেলে আমিন এবং ধনেরশ্বরগাতী গ্রামের নওশের আলীর ছেলে রাজ্জাক মোল্যা (৪৬)।

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সন্দ্বীপে ৩৬পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার তালতলী বাজার থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. জাবেদ (২৫) ও মুক্তাদুল মাওলা মুন্না (২২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে