টঙ্গীতে চাঁদা না দেওয়া ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলামের (৪০) স্ত্রী পলি বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওয়া পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি সিসি টিভি ক্যামেরা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। ভিডিওগুলোতে দেখা যায়, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ভুক্তভোগী শফিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আর ভুক্তভোগী বাঁচতে পালানোর চেষ্টা করছেন। নেটিজেনদের অনেকই ভিডিও শেয়ার দিয়ে লিখছেন 'এদৃশ্য বাংলা ছবির ভিলেনদের হামলার দৃশ্যের চেয়েও ভয়াবহ।' অভিযুক্তরা হলেন- বড় দেওড়া পুরাতন মসজিদ এলাকার মৃত নজার ছেলে মনতাজ (৬৫), জয়নাল সরকারের ছেলে জাকির সরকার (৩৭), মো. হালিম (৪২), রিপন সরকার (৪৫) ও তার ছেলে মো. রিফাত (১৮)।