সাত বছর পর প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
ইবি প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবির। তবে সংগঠনটির দুইজন নেতার নাম জানা গেছে। তারা হলেন- শাখা ছাত্রশিবিরের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এইচএম আবু মুসা এবং সেক্রেটারি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাহমুদুল হাসান। সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার রাতে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সংগঠন থেকে বিবৃতি দেওয়া হয়। এতে সংগঠনের শীর্ষ দুই নেতার প্রকাশ্যে আসার বিষয়টি উঠে আসে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের আগস্টে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রশিবির।
খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি আবু মুসার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। ২০১৪ সালে পাবনা আলিয়া (কামিল) মাদ্রাসা থেকে দাখিল ও ২০১৬ সালে তামিরুল মিলস্নাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা থেকে দাখিল সম্পন্ন করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইবিতে ভর্তি হন।
অন্যদিকে, সেক্রেটারি মাহমুদুল হাসান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।