শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বাঘার সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী অফিস
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
বাঘার সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

আয়কর ও ভ্যাটের ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাঘার সাবেক পৌর মেয়র আক্কাছ আলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি কোষাগারে জমা না দিয়ে নিয়মবহির্ভূতভাবে আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে মামলাতে।

গত সোমবার বিকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক ফজলুল বারী এ তথ্য জানিয়েছেন।

আক্কাছ আলী ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন- বাঘা পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা (বর্তমানে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা) লিয়াকত আলী (৩৯) ও বাঘা পৌরসভার সিএনজি, টেম্পো, ট্যাক্সিস্ট্যান্ড ইজারাদার মাইনুল ইসলাম (৩৫)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক ফজলুল বারী বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে আয়কর ও ভ্যাট বাবদ ২২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিয়মবহির্ভূতভাবে আত্মসাতের অভিযোগে ওই তিনজনের নামে পৃথক দুটি মামলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে