শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সাতকানিয়ায় ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে কতিপয় অপহরণকারীদের বিরুদ্ধে।

গত সোমবার রাতে মুঠোফোনে কল দিয়ে বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া রাস্তার মাথা থেকে গাড়িসহ তাকে অপহরণ করে। এরপর সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি শহিদের পুকুর পাড় এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে প্রায় ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

অপহৃত ব্যাটারিচালিত অটোরিকশা চালকের নাম আবুল কাশেম (৫৫)। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া এলাকার বাসিন্দা।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে