শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
জনদুর্ভোগ চরমে

শাহজাদপুরে বর্ষা ও বন্যায় কাঁচা-পাকা সড়ক বিধ্বস্ত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জের শাহজাদপুরের মালতিডাঙা-সাতবাড়িয়া সড়কের বেহাল অবস্থা -যাযদি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত জনপদের কাঁচা-পাকা সড়ক চলতি বছর বর্ষা ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। পানির চাপে ধসে গেছে গ্রাম এলাকার সিংহভাগ সড়ক। ব্রিজ কালভার্টের সংযোগ সড়ক ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও বন্যা ও বৃষ্টির পানি কাঁচা-পাকা সড়কের উপর জমে থাকায় অসংখ্য খানা খন্দেকের সৃষ্টি হয়েছে। উঠে গেছে কার্পেটিং। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। ফলে বন্যার কারণে সড়ক ও যোগাযোগ ক্ষেত্রে কয়েকশ' কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি আঞ্চলিক কাঁচা-পাকা সড়ক বন্যা ও বৃষ্টির পানিতে ক্ষত-বিক্ষত হয়েছে। এসব সড়কের কারণে ভোগান্তিতে পড়েছে যাতায়াতকারী মানুষ যানবহনসমূহ। অনেক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বিশেষ করে শাহজাদপুর-জামিরতা সড়কের বড় মহারাজপুর মসজিদের সামনে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানির মধ্যে দিয়ে যানবাহন চলাচল করায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত দিয়ে যানবাহন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

মালতিডাঙ্গা পশ্চিম থেকে সাতবাড়িয়াগামী সড়কের বেহালদশা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। সড়কটি এখন মরণ ফাঁদ। এ সড়কে শত শত খানাখন্দক ও গর্তের কারণে যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বাই সাইকেল ও মোটর বাইক চলাচলই যেখানে কষ্টের। সেখানে রিকশা, ভ্যান, সিএনজি চলাচল দুঃসাধ্য। কয়েক বছর ধরে সড়কটির সংস্কার না হওয়ায় কয়েক গ্রামের ২০ হাজার মানুষকে নিত্যদুর্ভোগ পোহাতে হচ্ছে। সরিষাকোল- কায়েমপুর সড়ক, তালগাছী-শ্যামবাড়ীয়া সড়ক, সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনসাধারণের নিত্য প্রয়োজনীয় মালামাল নেওয়া ছাড়াও গ্রামীণ হাট-বাজারগুলোতে মালামাল আনা-নেয়া করাও কঠিন হয়ে পড়ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বন্যা পরবর্তী কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হলে গ্রামের কাঁচা রাস্তাগুলো মেরামত করা হবে।

শাহজাদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএইচএম কামরুল হাসান রনি বলেন, চলতি বন্যা ও বর্ষায় উপজেলার প্রায় ১০ কিলোমিটার পাকা সড়ক, ২০ কিলোমিটার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রম্নততম সময়ে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে