শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
সাত জেলায় আরও আটক ৭

একাধিক মামলার আসামি গৌরনদীর সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
একাধিক মামলার আসামি গৌরনদীর সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে একাধিক মামলার আসামি গৌরনদীর সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে নোয়াখালী, কক্সবাজারের চকরিয়া, পাবনার ঈশ্বরদী, পটুয়াখালীর মির্জাগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ী, কুড়িগ্রামের রাজারহাট ও লক্ষ্ণীপুরের রামগতিতে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুলস্নাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতন বিদেশি ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার গনিপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার নুর মোহাম্মদ (৫১) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের প্রয়াত চাঁন মিয়ার ছেলে।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার সময় সৎবাবা জাফর আলমকে চকরিয়া পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, সৎবাবা জাফর আলম আটক রয়েছে।

ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে মাদক উদ্ধার করতে গিয়ে একটি বিদেশি (পাকিস্তানি) রিভলবার, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং ২০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য ও ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনাপূর্বক উপজেলার বাঘইল কলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. সাহাবুর হোসেন বাঘইল কলপাড়া এলাকার মো. আমির হোসেন এর ছেলে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ রেজাউল রাঢ়ী (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় রেজাউলের বাড়িতে মেজর সাব্বির আহম্মেদের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। এ সময় তার বাসায় তলস্নাশি চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছের্ যাব-৫। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার আজিজুল হকের ছেলে।র্ যাব মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা করতে গিয়ে এক মহিলা প্রতারককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ। পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দুর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোলস্নার মেয়ে।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে মানবদেহের জন্য ক্ষতিকর ইটের গুঁড়া ও ধানের কুড়া মিশ্রিত ৬৫৫ কেজি ভেজাল মরিচ ও হলুদের গুঁড়া জব্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজারে একটি মিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব ভেজাল মরিচ-হলুদের গুঁড়া জব্ধ করা হয়। এ সময় মিল মালিক কামাল উদ্দিন আজাদকে আটক করা হয়। আজাদ চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের মো. মাহফুজুর রহমানের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে