সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বীজ বিতরণ ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে ২০২৪-২৫ অর্থবছরে পাঁচ হাজার ৯২০ জন কৃষকের মধ্যে রবি মৌসুমে শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীসহ অন্যরা। স্কুল মিল্ক প্রকল্প ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেধা বিকাশ এবং মানসিক ও শারীরিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে পাবনার আটঘরিয়া উপজেলার পারকোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি অক্টোবর মাস থেকে সুষম খাদ্য হিসেবে পরীক্ষামূলক স্কুল মিল্ক চালু করা হয়েছে। প্রধান শিক্ষক শাহাবুদ্দিন জানান, এই স্কুল মিল্ক প্রকল্পের ছাত্রছাত্রীরা খাদ্য পুষ্টিতে ছয় উপাদানযুক্ত দুধ খাওয়ার কারণে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ভালো হচ্ছে, পড়াশোনায় মনোযোগী হচ্ছে এবং অনুপস্থিতির হারও কমে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন জানান, প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পে থেকে এই দুধ সরবরাহ করা হচ্ছে এবং সুফল দেখা দিলে পরবর্তীতে অন্যান্য স্কুলেও এই প্রকল্প চালু হবে বলে আশা করা যায়। সেমিনার অনুষ্ঠিত ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় শিশু নির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষায়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে বাগধা ইউনিয়নের নাঘিরপাড় চার্চ সেন্টার অফিসে চার্চ পালক খোকন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঘিরপাড় বি, ডি -৩৫১ এর এল সি সি সদস্য মি. দিলীপ বাড়ৈ, বাগধা ইউপি সদস্য মি. যাকোব বাড়ৈ, হিসাব রক্ষক রিগান মন্ডল, আস্কর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপক অধিকারীসহ পালক অমল বাড়ৈ, সাংবাদিক মো. আসাদুজ্জামান সবুজ, অনুষ্ঠান সঞ্চালনার সার্বিক দায়িত্বে ছিলেন সমাজকর্মী ফালগুনি শিল্পী। শীর্ষক সেমিনার ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 'মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাজীপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। গাজীপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের সভাপতিত্ব বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার (ইন্সপেক্টর) মো. রাজিউলস্নাহ, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক প্রমুখ। \হ আইনশৃঙ্খলা সভা ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড রুবানা তানজিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোতালেব হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফয়সালসহ ইউপি চেয়ারম্যানরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মো. দোলোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. সাব্বির হাসান। সমাবেশ অনুষ্ঠিত ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদিখানে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুলস্নাহ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল কুদ্দুস ধীরণ, জামায়াত সভাপতি মাওলানা মো. কবীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ওয়াসিম, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। চিকিৎসা সেবা ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটি নানিয়ারচর জোনের (১০ বীর) সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় অত্র জোনের আওতাধীন নারী, পুরুষ, শিশু কিশোর ও বৃদ্ধ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাপমারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সময় জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক স্থানীয় গন্যমান্যরা সাথে মতবিনিময় করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ম আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের উদ্বোধন করা হয়। শুক্রবার জুমাবাদ পৌর ভবনের সামনে লেকের ঘাটসংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশ্রাফুল আলম। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খান, ঠিকাদার অ্যাডভোকেট মো. হালিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম টারজান। সংলাপ অনুষ্ঠিত ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি বিরলে উপজেলা পর্যায়ে সরকারি কর্তৃপক্ষ ও স্থানীয় সুশীল সমাজের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা। সংলাপে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম, পলস্নীশ্রী এর প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান। মৃতু্যবার্ষিকী ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আবুল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃতু্যবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মরহুমের নিজ বাসভবন মহারাজপুর গ্রামে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান প্রমুখ। শোভা যাত্রা ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক দীপ জন মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, প্রকৌশলী ফকুরুদ্দিন, সহকারী কর আদায়কারী মো. মোশারফ হোসেন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ। মতবিনিময় সভা ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেস ক্লাব রাজারহাট কার্যালয়ে সভায় রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর সদর সাব-রেজিস্টার বাবু রামজীবন কুন্ডু, প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য লুৎফর রহমান আশু, প্রেস ক্লাবের সদস্য মো. শাহজাহান আলী প্রমুখ। টিকা প্রদান ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির রাজস্থলীতে চতুর্থ দিনের মতো কিশোরীদের জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সফিউলস্ন্যাহ সিবলী, সাংবাদিক আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিবলী বলেন, জরায়ুমুখ ক্যানসার টিকা দ্বারা প্রতিরোধযোগ্য। তাই ১০-১৪ বছরের কিশোরীদের এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কর্মশালা অনুষ্ঠিত ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি নওগাঁয় 'রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজ অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। সোমবার নওগাঁ জেলা প্রেস ক্লাবে বেলা ১১টায় বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ফজলুল হক খান প্রধান নির্বাহী রানি এনজিও নওগাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন অঞ্জন রায় মনিটরিং অফিসার। এ সময় ছিলেন জেলা প্রেস ক্লাব নওগাঁর সভাপতি আবু বক্কর সিদ্দীক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এ.এস.এম. রায়হান আলম, বিডিও-সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী শামসুল হক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বাবুল আকতারসহ অনেকে। আলোচনা সভা ম স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আ ন ম আনোয়ার হোসেন, বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ। দোয়া মাহফিল ম মাগুরা প্রতিনিধি ২০০৬ সালে ২৮ অক্টোবর রাজধানী পল্টন ময়দানে নিহতদের স্মরণে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মাগুরায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরিতে জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমির আশরাফুল আলম, সাবেক ছাত্র শিবির নেতা ফারুক হোসেন প্রমুখ। মতবিনিময় সভা ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালীপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালীপূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর শীলপাড়া মন্দির প্রাঙ্গণে কালীপূজা উদযাপন পরিষদ নেতা শ্রী মহেশচন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম মনি, কালাপুকুর শীলপাড়া মন্দিরের সভাপতি শ্রী হরিশচন্দ্র শীল, ভোগনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একেএম জাকারিয়া জাকির প্রমুখ। সভা অনুষ্ঠিত ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়া তথ্যআপা কেন্দ্রের পিআইসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিআইসি কমিটির সদস্য সচিব লিমা মাহজাবিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, সদস্য ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, সুধীজন সদস্য ও সংবাদকর্মী নুরুন্নবী নোমান, তথ্যআপা কেন্দ্রের সহকারী কর্মকর্তা ইশরাত জাহান ও মিনা সদস্য পপি রানী দাস প্রমুখ। সুরক্ষা বিষয়ক সভা ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি তাহিরপুরে 'নারী এগিয়ে চলা' প্রকল্পের উদ্যোগে নারী অধিকার ও সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তারিপুর উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার আব্দুলস্না আল নোমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ রঞ্জন রায়, সমবায় কর্মকর্তা আশীষ সরকার, নারী এগিয়ে চলা প্রকল্প কর্মকর্তা ফাতেমা তুজ জুবাইদা, প্রকল্প কর্মসূচি কর্মকর্তা তন্বী সোম, সদস্য রেহানা সামদানী, লিপি রোজারিও, সুষমা জাম্বিল প্রমুখ। খাবার বিতরণ ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, এতিম ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রোববার রাতে রানীশিমুল ইউনিয়ন যুবদলের আয়োজনে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী। রানীশিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ দিনারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রানীশিমুল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তালুকদার। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, আবু সালেহ প্রমুখ। পোনামাছ বিতরণ ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষিদের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হতে তিনটি ইউনিয়নের ৫৩ জন মৎস্যচাষির মধ্যে এ পোনা বিতরণ করা হয়। পোনামাছ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. বিলস্নাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, হোমনা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।