লাকসামে একদিনে দুই হত্যাসহ তিন মৃতু্য
চন্দনাইশ রাস্তা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃতু্য
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কুমিলস্নার লাকসামে একদিনে দুই হত্যা ও বিদু্যৎপৃষ্টে একজন নিহত হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের চন্দনাইশে রাস্তা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। এছাড়া মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃতু্যর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার লাকসামে একদিনে পৃথক ঘটনায় দুই খুনের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১১টায় লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামে মোখলেসুর রহমান (৫৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, একই দিন সকালে জমি সংক্রান্ত বিরোধে শহিদুলস্নাহ সরু (৬৫) নামে এক বৃদ্ধ খুন হন। এছাড়া বিদু্যৎ লাইনে পৃষ্ট হয়ে আলী হোসেন (৪৫) নামের একজনের মৃতু্য হয়।
জানা যায়, একই গ্রামের হকার সুজনের (৩০) সঙ্গে মোখলেছুর রহমানের জাল বসানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন তাকে পিটিয়ে আহত করেন। মোখলেসুরকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোখলেসুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার আলিয়ার গ্রামে। তিনি পৌর এলাকার মিশ্রীগ্রামের বিডিআর মানিকের বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় নিহতের মেয়ে খোরশেদা আক্তার বাদী হয়ে লাকসাম থানায় মামলা করলে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
এদিকে, একই দিন সকাল ১০টায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমি থেকে মাটি কাটা নিয়ে শহিদুলস্নাহ সরু খুন হন। এ ঘটনায় মামলা হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এছাড়া সোমবার সকালে লাউখেতের মাচার জন্য বাঁশ কাটতে গিয়ে পাশে থাকা বিদু্যৎ লাইনে পৃষ্ট হয়ে আলী হোসেন মারা যান। তিনি উপজেলার কান্দিরপাড় ইউপির রামচন্দ্রপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল সড়কে কালিহাট এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০-৪৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় আবদুল মোমিন ইমাম নামে এক ব্যক্তি সড়ক পার হতে গিয়ে মাথা-মুখমন্ডল ছাড়া বীভৎস লাশ দেখে থানায় জানান। চন্দনাইশ থানার ওসি হোসাইন আল ইমরান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ওসি হোসাইন আল ইমরান জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। সোমবার সকালে বারইয়ারহাট পৌর সদরের মাছ বাজার এলাকার ঢাকামুখী এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল ১০টায় ওই স্থানে ৭০ বছর বয়সি এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যান। ওই সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী 'বিজয় এক্সপ্রেস' ট্রেন গিয়ে থাকে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃতু্য হয়েছে তা নিশ্চিত নয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।