শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'আর কোনো বিপস্নব আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না'

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
'আর কোনো বিপস্নব আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না'

'আর কোনো বিপস্নব, আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না'- বলে মন্তব্য করেছেন নরসিংদীর মনোহরদী-বেলাব থেকে নির্বাচিত তিনবারের সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, 'গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে বহুদূরে ঠেলে দিয়েছিলেন। গত ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হলেও বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আমরা সেই সুযোগ দেব না। যৌক্তিক সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন।'

গত রোববার বিকালে নরসিংদীর মনোহরদী পৌর এলাকার ডাকবাংলো মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর থেকে উপজেলায় বিএনপির কোনো কার্যালয় ছিল না। উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আওরঙ্গজেব এয়াকুবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহ্বায়ক বাবুল মোলস্না ও সদস্যসচিব আবদুল হান্নান, উপজেলার নির্বাহী সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে