পরিকল্পনা কমিশনের সদস্য হলেন বরুড়ার ড. নেয়ামত উল্যা
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বরুড়ার কৃতী সন্তান সাবেক আমলা ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী নিয়ামত উলস্নাহ ভূঁইয়া এ নিয়োগ পেয়েছেন। ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কুমিলস্না বোর্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগের মেধা তালিকায় যথাক্রমে ১৫ ও ১৭ স্থান অধিকার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ ইংরেজি সাহিত্য ও ব্রিটিশ হিস্টরির ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেন।