উখিয়ায় বিশ্ব কন্যা শিশু দিবস পালিত

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 'আমার জীবন, আমার অধিকার বাল্যবিয়ে রুখব এবার'- এই স্স্নোগানে গত রোববার চাইল্ড সেইফট নেট প্রজেক্ট, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ উপজেলার রত্না পালংয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর ছোটন বড়ুয়া। এ ছাড়াও বক্তব্য রাখেন- উখিয়া প্রেস ক্লাবের সদস্যসচিব সাংবাদিক ফারুক আহমদ, রাজা পালং বালিকা মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রহিম, মহিলা মেম্বার রোকসানা আক্তার, মেম্বার শামসুন্নাহার, জ্যোতি বৌদ্ধ বিহারের ভিক্ষু, চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের শাহনাজ বেগম, সুরেজ, মাইকেল মন্ডল, চাইল্ড ফোরামের সাদিয়া ও ইউথ ফোরামের ইমরান।