চট্টগ্রাম ও চন্দনাইশে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

শিবচরে ১৫ জেলে আটক সেনবাগে খাস জমি উদ্ধার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চট্টগ্রামে মিঠাইসহ ৩ প্রতিষ্ঠান এবং জেলার চন্দনাইশে ৭ দোকানীকে জরিমানা করা হয়েছে। এদিকে, মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ১৫ জেলে আটক হয়েছে। অন্যদিকে, নোয়াখালীর সেনবাগে কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- চট্টগ্রাম বু্যরো জানায়, খাদ্যদ্রব্যের সঠিক মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অভিযোগে মিঠাইসহ তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার নগরের মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও আনিছুর রহমান। জানা যায়, অভিযানে পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করা, মিষ্টি জাতীয় খাদ্যে মূল্য না দেওয়া, পণ্যের প্যাকেটে নিজেদের ইচ্ছে মতো মূল্য সিল দেওয়া, মিষ্ঠান্ন জাতীয় খাদ্যে মেয়াদ দাম উলেস্নখ না থাকায় মুরাদপুর এলাকার হিল ভিউ মার্ট সুইট এন্ড সুপার শপ'কে ৫ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করায় জমজম ফার্মেসিকে ৬ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ, উৎপাদনকারী কর্তৃক মেয়াদ না থাকা এবং সব পণ্যের মূল্য প্রদর্শন না করায় মিঠাইকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে পৌরসদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৬ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পৌর সদরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপেস্নামেসি চাকমা। চন্দনাইশ থানার একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ অভিযানে সহায়তা করেন। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে পাঁচ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ জনকে আট দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটকসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করে তারা। ওই পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে। সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারের দখলে থাকা সাত শতক সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার ছাতারপাইয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করায় ৪টি দোকান উচ্ছেদ করা হয়। একই সময়ে ছাতারপাইয়া ব্রিজের উপরে অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠানগুলোকে উচ্ছেদ করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, সেনবাগ থানা পুলিশ এবং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ছাতারপাইয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।