বাজিতপুরে বাবা হত্যার দায়ে ছেলেসহ ৪ সহযোগী গ্রেপ্তার
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কিশোরগঞ্জের বাজিতপুরে বাবা হত্যার দায়ে ছেলেসহ ৪ সহযোগী গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে সিলেট, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কুষ্টিয়ার ভেড়ামারা, বগুড়ার দুপচাঁচিয়া ও মাদারীপুরের শিবচরে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, প্রবাসফেরত ছেলে সোহেল মিয়ার (২৪) জন্য বাবা নিবু মিয়া (৬৫) সহায় সম্পত্তি বিক্রি করে দেন। এতে তিনি অর্থ সংকটে পড়ে যান। শেষ পর্যন্ত কসাইকে দিয়ে সেই বাবাকে গলা কেটে হত্যার পরিকল্পনা করল ছেলে সোহেল মিয়া। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিবু মিয়ার বাড়ি। তার লাশ সেচের ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তদন্তে নেমে পড়ে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত সোহেল ও তার তিন সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হলো- সোহেল মিয়া ও তার সহযোগী বাবুল মিয়া, সুমন মিয়া ও নজরুল মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ পিরিজপুর বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করেছে। পরে পুলিশ ১৬৪ ধারা জবানবন্দি নিয়ে কিশোরগঞ্জ জেলে প্রেরণ করে।
সিলেট অফিস জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব-৯। সোমবার সকালে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দাঁড়ীপাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকরা হলো- সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতের বিভিন্ন সময়ে তাদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া এলাকার মৃত আ. বাতেনের ছেলে হোসেন, মারুয়াদী এলাকার নুরু মিয়ার, ছেলে হৃদয় এবং ফাউসা এলাকার মৃত হক সাহেবের ছেলে মো. মাছুমকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে ১ কেজি ১শ' গ্রাম গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকার মাহাবুল আলমের স্ত্রী শিল্পী খাতুন (৪০)। সোমবার সকালে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকার মাহাবুল আলমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, মহিলা মাদক ব্যবসায়ী শিল্পী খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, হত্যা মামলার আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেন প্রামাণিককে (৫২) গ্রেপ্তার করেছের্ যাব-১২। সোমবার ভোর রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করে। প্রামাণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদলের সদস্য আবু রায়হান রাহিম হত্যার মামলার এজাহারভুক্ত ১নং আসামি।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোলস্নাকে (২৬) গ্রেপ্তার করেছের্ যাব-৮। রোববার পাঁচ্চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রনি মোলস্না শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোলস্নার ছেলে।