বশেমুরকৃবি'র নতুন ট্রেজারার হলেন সফিউল আফ্রাদ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
সফিউল আফ্রাদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ট্রেজারার হলেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। বশেমুরকৃবি'র জনসংযোগ বিভাগের কর্মকর্তা রনি ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত ও শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার হিসেবে পূর্বসূরি প্রফেসর তোফায়েল আহমেদের স্থলাভিসিক্ত হলেন। ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে সহকারী পরিচালক পদে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে এবং এই বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৪ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।