রুয়েটে নতুন ভিসির যোগদান
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। সোমবার সকালে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর কাছে যোগদানপত্র দাখিল করেন।
গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
তার যোগদানের সময় উপস্থিত ছিলেন- সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধান ছাড়াও জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা। তার যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
তিনি বলেন, 'আমাদের সবার চেষ্টা হবে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যাতে এখানকার শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমন্ডলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।'