কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০০৬ সালে ২৮ অক্টোবরে ঢাকার নয়া পল্টনে জামায়াত ও শিবিরের ওপর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এছাড়াও শেরপুরের নকলায় নকলনবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষের কর্তৃক কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া প্রদানে লিখিত অঙ্গীকার পূরণ না করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা ও নকলনবিশ অ্যাসোসিয়েশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুলস্নাহ, জামায়াতে ইসলামীর জেলা শাখার ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় সাব-রেজিস্ট্রি (এসআর) অফিসের বৈষম্যের স্বীকার নকলনবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে নকলনবিশ অ্যাসোসিয়েশন। রোববার সকাল থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। নকলনবিশরা বলেন, ব্রিটিশ আমল থেকে নকলনবিশরা একইভাবে চলে আসছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই। আমাদের দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরোধী পালন করা হবে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিব কর্তৃক কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া প্রদানে লিখিত অঙ্গীকার পূরণ না করার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। রোববার কর্মবিরতি পালন শেষে কলেজ প্রাঙ্গণে এক জমায়েতে মিলিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, ওয়াহেদুন্নবী সরকার, আবু তাহের, রাশেদ হায়দার আপেল, আমিনুর রশিদ ও শাহ্ আলম মন্ডল, প্রদর্শক শাহ্ আলম, প্রধান অফিস সহকারী আশরাফুল ইসলাম প্রমুখ।