কমিটি গঠিত
\হস্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুরে ডিপেস্নামা কৃষিবিদ ইনস্টিটিউশনের (ডিকেআইবি) ত্রি-বার্ষিক নির্বাচন উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠিত নির্বাচনে উপ-সহকারী কৃষি অফিসার মো. আসাদুজ্জামান সভাপতি ও উপ-সহকারী কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ আব্দুল হালিম স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্যরা হলো- সিনিয়র সহ-সভাপতি উপ-সহকারী কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম খান, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী
\হঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্যর্ যালি বের করে সংগঠনটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রাশেদুজ্জামান মলয় ও সাধারণ সম্পাদক আহম্মদ উলস্নাহ বাবু ও সহসভাপতি শরিফুল ইসলাম শরীফসহ সংগঠনটির অন্যান্য নেতারা।
কর্মী সমাবেশ
\হধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন।
সমাবেশ অনুষ্ঠিত
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভা চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মাহেব হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভা
\হপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইএসডিও (ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-এর আয়োজনে পৌর শহরের মিত্রবটি এলাকা থেকের্ যালি বের করা হয়। পরে মিত্রবার্টি হরিবাসর মন্দির চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ফায়ার সার্ভিস কর্মী খালেকুজ্জামান, ইএসডিও'র উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান প্রমুখ।
জনসভা
ম রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজনগর সরকারি কলেজ মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম বকুল ও দপ্তর সম্পাদক রুপক দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি আশিক মোশাররফ, হেলু মিয়া, জামি আহমদ, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান।
শিক্ষা বৃত্তি প্রদান
\হতাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিল ঢাকাস্থ 'চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন'। রোববার বেলা ১১টায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২ জন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, শিক্ষক জুবায়ের আহমদ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, শওকত হাসান প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আস্থা এই মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে জেলা নাগরিক পস্নাটফর্মের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সভা কক্ষে জেলা নাগরিক পস্নাটফর্মের যুগ্ম আহ্বায়ক, জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, জেলার জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংকর কুমার দে, সত্যজিৎ কুন্ডু, অশোক কুমার দাস, অরুণ কুমার রায়।
কর্মী সমাবেশ
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৬নং বারখাইন ইউনিয়নের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সভায় আনোয়ারা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও কৃষকদল নেতা মুক্তার হোসেন, জামাল সওদাগরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রধান বক্তা উপজেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, বিশেষ বক্তা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার।
মতবিনিময় সভা
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
জিয়ানগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী ও সহকারী কমিশনার ভূমি এস এম আল আমিন এবং থানা অফিসার ইনচার্জ মারুফ হাসানের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় জিয়ানগর প্রেস ক্লাব সভাকক্ষে প্রেস ক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন'র সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সাবেক সভাপতি এম আহসানুল ছগীর, আজাদ হোসেন বাচ্চু, আলমগীর কবির মান্নু, বর্তমান সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, খান মোহাম্মদ নাসির উদ্দিনসহ অন্যরা।
কর্মী সমাবেশ
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে পাইকারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম ভূইয়া'র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল ইসলাম'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর-১ আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
বই বিতরণ
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখা মাগুরার ছয়ঘরিয়া সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বোরবার আবু বকর সিদ্দিক (এবিএস) ফাজিল মাদরাসার হলরুমে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনিচুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আলতাফ হোসেন। সঞ্চালনায় ছিলেন প্রভাষক হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন।
সংগঠনের নির্বাচন
ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারো কোচদের প্রতিনিধিত্বকারী সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ কার্যালয়ে কার্যকরী পরিষদের ২১ পদের মধ্যে সভাপতি পদ ছাড়া ২০ পদে বিনাপ্রতিদ্বদ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছে। সভাপতি পদে তিন জন প্রার্থী নির্বাচন করে। সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে ইউজিন নকরেক। তিনি এর আগেও সভাপতি ছিলেন। বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিতরা হলো- সহ-সভাপতি প্রবীণ চিসিম, থমাস চাম্বুগং, নির্জন সিমসাং, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রাসহ অন্যরা।
সাধারণ সভা
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সামিউল আযম মনির। সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় প্রেস ক্লাবের আয় ব্যয়, সাংগাঠনিক বিষয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য জাহিদ সুমন, আবু সাঈদ, সালাউদ্দিন বাপী, এস কে সিরাজ, রনজিৎ বর্মন, কামরুজ্জামান, মিজানুর রহমান, তপন বিশ্বাস প্রমুখ।