চন্দনাইশে বন দসু্যদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশের হাফছড়ি কুল এলাকায় গত শুক্রবার রাতে বনদসু্যদের হামলায় রেঞ্জ কর্মকর্তা-প্রহরী ও চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, প্রহরী মো. লোকমান, ফ্রি-ম্যান মাহবুব, মালী শাহাবুদ্দিন ও চালক সুমন। সংশ্লিষ্ট বিট কর্মকর্তা রহমত আলী জানান, শুক্রবার রাতে হাফছড়ি কুল এলাকায় বনদসু্যরা গাছ কেটে নিয়ে যাচ্ছে খবর পেয়ে পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে ১৮ জনের একটি দল অভিযান চালায়। তারা গাছ কাটতে বাধা দিলে দসু্যদের অতর্কিত আক্রমণে ছয়জন আহত হয়। এ সময় প্রহরীরা ফাঁকা গুলি ছুঁড়ে আত্মরক্ষা করেন। এ ব্যাপারে চন্দনাইশ থানায় ১৬ জনের নাম উলেস্নখ করে এজাহার দায়ের করা হয়েছে। চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, 'খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা হয়েছে। দ্রম্নত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'