শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নকলায় ন্যায্যমূল্যে কৃষকের বাজার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
নকলায় ন্যায্যমূল্যে কৃষকের বাজার উদ্বোধন

শেরপুরের নকলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সারে ৯টায় উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট বিল্ডিং চত্বরে (মুক্তমঞ্চে) এ বাজার উদ্বোধন করেন নবাগত ইউএনও দীপ জন মিত্র।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা অনিক রহমান, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ ক্রেতা ও বিক্রেতারা ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, 'এ ন্যায্যমূল্যের বাজার মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বাজারে নিয়ে আসছেন এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারছেন। এখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্যমূল্য পাচ্ছেন, ক্রেতারাও সঠিক দামে কিনতে পারছেন। উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় আমরা বাজারের জায়গাটি তৈরি করে দিয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে