দুর্গাপুরে এক চোখ নিয়ে বাছুরের জন্ম

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
মাথার ওপর কপালে একটি চোখ। নাক নেই, মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। অবাক করার মতো বিষয় হলেও এমনি এক গরুর বাছুর জন্ম নিয়েছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভির জমাচ্ছেন সেখানে। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পশ্চিম রগজোর গ্রামের কৃষক আবু হানিফের বাড়িতে এ বাছুরটির জন্ম হয়। কৃষক আবু হানিফের বাড়িতে গিয়ে দেখা যায়, মাটিতে শুয়ে আছে একটি গরুর বাছুর। ওই বাছুরটির চার পা লেজসহ সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরে শুধু কপালে একটি চোখ। কোনো নাক নেই। মুখ দিয়েই নিচ্ছে শ্বাস-প্রশ্বাস। বাছুরটি মালিক কৃষক হানিফ মিয়া বলেন, বাছুরটির মা গাভি থেকে বোতলের মাধ্যমে দুধ সংগ্রহ করে বাছুরটিকে খাওয়াচ্ছেন। কৃষক আবু হানিফ বলেন, গত রোববার বিকালে গাভিটির প্রসব ব্যথা উঠার কিছুক্ষণ পরেই স্বাভাবিকভাবেই এ বাছুরটি জন্ম দেয়। সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরের অংশে কপালে একটিমাত্র চোখ এবং কোনো নাক নেই।