পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ ৫ জনের মৃতু্য
প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চুয়াডাঙ্গা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, চট্টগ্রামের ফটিকছড়ি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৫ জনের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৮) নামে কলেজ ছাত্রের মৃতু্য হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সে দামুড়হুদা চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। নিহত রাকিব দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, আজমিরীগঞ্জ বানিয়াচুং ভায়া শিবপাসা রোডে অটোরিকশা সিএনজি ও ব্যাটারি চালিত টমটম মুখোমুখী সংঘর্ষে আচার বিক্রেতা মকবুল মিয়া (৪০) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। সে আজমিরীগঞ্জ পৌর এলাকার নোয়ানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বীরমুক্তি মনকুশ মিয়ার ছেলে। রোববার সকালে মকবুল নিজের তৈরি আচার বিক্রির জন্য ব্যাটারি চালিত টমটম যোগে হবিগঞ্জ যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে পশ্চিমবাগ গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ বানিয়াচুং রোডে বিপরিতগামী অটোরিকশা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মকবুল মিয়া গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফটিকছড়ির সদা হাসোজ্জ্বল আব্বাসের। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং তাজুর ঘাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃতু্যবরণ করেছে আব্বাস। নিহত ওই যুবক ফটিকছড়ি পাইন্দং ইউপির ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ির বেলাল চৌধুরীর বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে তার বন্ধু সারিদ উদ্দিন সিদ্দিকী ও মোহাম্মদ আরমান।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈঠাখালি নামক স্থানে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বৈঠাখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাঝার রোডে ছোলেমান মাতুব্বরের পুত্র।
দামুড়হুদ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা বাসট্যান্ডে প্রধান সড়কে ট্রাকে পিষ্ট হয়ে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের রাকিব (১৯) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃতু্যর ঘটনা ঘটেছে। গত রোবারর দামুড়হুদা উপজেলার বাসট্যান্ডে প্রধান সড়কে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দামুড়হুদার চিৎলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে রাকিব, সে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।