শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভার্-যালি ফ্রি মেডিকেল ক্যাম্প
স্বদেশ ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা -যাযাদি

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ এ উপলক্ষে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প,র্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বু্যরো প্রধান, আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রামে রোববার সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপস্নব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প শেষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুবদলের নেতৃত্বে যেমন নতুন সম্ভাবনা, তেমনই আন্দোলনের ধারাবাহিকতা। অধিকার আদায়ে, স্বপ্নের বাস্তবায়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুবদল।

মেডিকেল ক্যাম্পে মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান ও সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাসানুল বান্নার নেতৃত্বে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এতে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এসএম শাহ আলম রব, শাহেদ আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা যুবদলের সভাপতি শামীম মোলস্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোলস্না কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রোববার জেলা শহরের কোটস্টেশন এলাকায় ৬ শতাধিক অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির মেয়র নমিনী মো. আব্দুলস্নাহ আল মামুন খান রনির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির মেয়র নমিনী মো. আব্দুলস্নাহ আল মামুন খান রনি, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. রাব্বী খান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মসজিদে দোয়া ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে রোববার মাদারীপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের শকুনি লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন জেলা যুবদলের সদস্যসচিব মনিুরুজ্জামান ফুকু। অন্যদিকে সদর উপজেলা জামে মসজিদে বাদ জোহর নামাজের পর দোয়ার আয়োজন করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার, সাবেক যুবদল নেতা গোলজার হোসেন, বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারী প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে যুবদলের এই কর্মসূচি পালিত হয়। জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইছা। বিশেষ অতিথি ছিলেন- দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

ক্যাম্পের উদ্বোধন করেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম। বক্তব্য রাখেন- ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান, রেজিস্টার ডাক্তার মিজানুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে দলের ১৩ জন নেতাকর্মী রক্তদান করেন এবং সংগ্রহকৃত রক্ত রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটে দান করা হয়। এ ছাড়া ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. কেএম বাবরের নেতৃত্বে চারজন ডাক্তার অর্ধশত দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ করেন। এ সময় যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পালাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলায় কেক কেটে পৌরসভা যুবদল নেতা বেপারী নাজমুল আরমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্যর্ যালি ও আনন্দ মিছিল বের হয়। পরে উপজেলার করম আলীর মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।র্ যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দোহার পৌরসভা যুবদল নেতা রানা মোলস্না, অ্যাডভোকেট হাবিবুর রহমান, রিপন খলিফা প্রমুখ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা রের করা হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়ের সভাপতিত্বে ও জেলা যুবদলের শিল্প-বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমএ বারী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি নেতা নেতা ফারুক মিয়া, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব, অর্থ-বিষয়ক সম্পাদক আবদুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে নিমতলা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব আলম মিলনের সঞ্চলনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হক নাজিম, মোজাফফর হোসেন চৌধুরী, আব্দুল মজিদ মন্ডল। আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, আব্দুর রহমান, সাজেদুর সাজু মেম্বর প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের তথ্য ও গুশিক্ষা-বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, জেলা যুবদল নেতা নাজমুল হোসেন এডিসন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুবদল নেতা সজিব, আলআমিন, সিদ্দিক, রাসেল, মশিউর, মফিজ উদ্দিন, গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ। উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, উপজেলা বিএনপির সদস্যসচিব রেজানুল হাবীব রফিক, আবু জাফর লেলিন, পৌর যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব কাজী এহসানুল কবির রিপন প্রমুখ।

হিজলা (বরিশাল) প্রতিনিধি জানান, হিজলায় মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন- উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন। উদ্বোধন করেন- প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মোহাম্মদ দুলাল সরদার প্রমুখ।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রাঙ্গণে অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে ও সদস্যসচিব হেকমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির। রক্তদান করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হুদা রিপন।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপির সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বী, রিজভী আহমেদ প্রমুখ।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান। ক্যাম্পে ডা. ইকরামুল বারী টিপু, ডা. আব্দুস সোবহান, তাসনিম হোসাইন (আরিফ), কোরবান আলী রনি, নাহিদ আজম পরাগ এবং সাদিয়া সুলতানা (সুপ্তি) চিকিৎসাসেবা দেন।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, ডিএম আব্দুল মালেক, এনামুল হক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, শরিফুল ইসলাম বেলাল, শফিকুল ইসলাম প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে মেডিসিন এবং মা ও শিশুরোগ বিষয়ে দুইজন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উলস্ন্যা জিকু, সদস্য সচিব আমান উলস্ন্যা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, জহিরুল ইসলাম জুয়েল, মিজানুর রহমান, নুর মোহাম্মদ প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা যুবদলের আহ্বায়ক ও আটোয়ারী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজেডএম বজলুর রহমান জাহেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কুদরত-ই-খুদা। স্থানীয় যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য শাহাজাহান আলী, আব্দুলস্নাহেল বাকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আতা, আজহারুল ইসলাম প্রমুখ।

মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় হাজিরহাট বাজারে যুবদল কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে দুইজন চিকিৎসক ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোলস্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি, মনপুরা উপজেলা যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোলস্না, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, যুবদল নেতা আব্বাস উদ্দিন প্রমুখ।

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-আমিন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পলস্নী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সামাদ তারা, হকিকুল ইসলাম, দিল রোজা ফেরদৌস চিম্ময়। উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অলিয়ার রহমান অলি, সদস্য সচিব আফসার আলী প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের মিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, মোদাশ্বের মলিস্নক, যুবদল নেতা নওশের আলী, কাজী মিথুন, মঞ্জুরুল শেখ, শহীদ হাসান রানা, আজম চেঙ্গিস, জিয়া মোড়ল প্রমুখ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি এবং তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরার্ যালি ও আলোচনা সভা করেছেন। রোববার বিকালে উপজেলা বিএনপির অফিস থেকে যুবদলের উদ্যোগের্ যালি বের হয়। আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি মুন্সী এনামুল হক শিমুলের সভাপতিত্বে সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি হাসানুজ্জামান মিল্টন, জেলা শ্রমিক দলের আহবায়ক মতিউর রহমার রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফোরকান শরীফ টিটো প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে