বিভিন্ন দাবিতে চার জেলায় মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পটুয়াখালীতে হিন্দুদের জমি দখলের মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। অপরদিকে সাতক্ষীরার কালীগঞ্জ সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চট্টগ্রামের চন্দনাইশে পূর্বনির্ধারিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপি নেতার নামে আ'লীগের পেইজে জমি দখলের পোস্ট, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী ব্রিজের টোলপস্নাজা সংলগ্ন একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। আর সম্প্রতি জমিজমা সংক্রান্ত সেই বিষয়কে পুঁজি করে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ সাজিয়ে একটি বেসরকারি টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা অভিযোগ তুলে বিএনপি ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই তথ্য গোপন করে সংবাদ পরিবেশন করা হয়। যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদের নামে জমির দলিল ও রেকর্ড আছে। ২১টি সংখ্যালঘু পরিবারের জমি দখলের কথা বলা হলেও একজন ছাড়া বাকি ২০ জন তাদের নিজস্ব জমিতেই দখলে আছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার কালীগঞ্জ সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে ও পদত্যাগের ১ দফা দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রতনপুর কদমতলা সড়কে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অত্রবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আজাদুর রহমান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মুকুল, দশম শ্রেণির ছাত্র মনিরুল ইসলাম প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পূর্বনির্ধারিত জায়গায় মডেল মসজিদ নির্মাণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে উপজেলার ধর্মপান মুসলমান ও অত্র এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে হাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আবদুল মন্নান, সাইফুল ইসলাম, কাজী কুতুব উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, তসলিম হোসেন, বদিউল আলম চৌধুরী, শওকত উসমান টিপু, আবু শামাসহ স্থানীয় জনসাধারণ।
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস ও বিএনপি নেতা মিয়া নূরউদ্দিন অপুর নামে জমি দখলের অভিযোগ করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই পোস্টকে ঘিরে শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরিয়ে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রদল। শনিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। যদি ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট সরিয়ে না নেওয়া হয়, তবে আমরা জেলা, উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল কঠোর অবস্থান কর্মসূচি দেব।