'হালদা নদীর সুরক্ষা ও সংরক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব'
প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
রামগড় ও মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিলস্নুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর সুরক্ষা, সংরক্ষণ, দুষণমুক্ত রাখা, জীববৈচিত্র্য রক্ষা এবং এই নদীকে ধারণ করা আমাদের জাতীয় দায়িত্ব। সেই সঙ্গে হালদা নদীর উৎসমুখ সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্বও অপরিসীম। গত শনিবার খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হালদা নদীর উৎসমুখ, সুরক্ষা এবং তামাক চাষের বিকল্প কর্মসংস্থান বিষয়ক স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
'হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম' শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওয়ার্কশপের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের প্রকল্প পরিচালক ও মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ) জিয়া হায়দার চৌধুরী, ইউএনও মমতা আফরিন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।