ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চার জেলায় আরও ৯ জনকে আটক

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ময়মনসিংহের নান্দাইল ও মাদারীপুরের রাজৈরে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে মহিদুল ইসলাম মন্টু নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেয়ারম্যান উপজেলার রাখালগাছী ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার দুপুরে কালীগঞ্জ থানার পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শিবির নেতা হত্যা ও বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলস্নভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হলো বলস্নভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া। পুলিশ জানায়, রোববার ভোররাতে গ্রেপ্তার দুজন বলস্নভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এ সময় তারা অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিস্টার-২ বহি ১২টি, রেজিস্টার-১২ বহি ১টি, বেশকিছু নামজারী নথি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মা-মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসান (৪২) ও হারুন (৩০) নামে দুজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনার পর পরদিন সকালে বিষয়টি স্থানীয় সমাজ নেতাদের জানান এবং তাদের কাছে ঘটনার বিচার চান ওই নির্যাতিত নারী ও তার মেয়ে। কিন্তু সমাজপতিরা বিচারের নামে তালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে ওই নারী শনিবার বিকালে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন। চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও হারুনকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে ভুক্তভোগী অভিযোগ দিয়েছিলেন। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি বাজার থেকে শনিবার রাতে বাঁশহাটি গ্রামের শামছুদ্দিন ভূইয়ার ছেলে হুমায়ন কবীর ভূইয়া (৪০) ও একই গ্রামের মাহতাব উদ্দিন খাঁর ছেলে আল আমিন খান বাবুল মিয়াকে (৫০) দ্রম্নত বিচার আইনের মামলায় গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানাপুলিশ। জানা যায়, উপজেলার বাঁশহাটি গ্রামের মৃত নাজিম উদ্দিন মাস্টারের ছেলে নূরে আলম ছিদ্দিকী বাঁশহাটি বাজারের ৫টি দোকান ভাঙচুর লুটপাট ও গাছ কর্তনের অভিযোগে গ্রেপ্তারদের নামে দ্রম্নত বিচার আইনে ময়মনসিংহের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহীম হাওলাদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার উত্তর হোসেনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মৃত খোরশেদ হাওলাদারের ছেলে। অপরদিকে রাতে উপজেলার বদরপাশা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেকে বালু কাটার অপরাধে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই আসামি জাকির হোসেন ও মো. সহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে রাজৈর থানার পুলিশ। তারা দুজনই বাগেরহাট জেলার বাসিন্দা।