শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কক্সবাজারে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে মতবিনিময়

কক্সবাজার প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
কক্সবাজারে বেসরকারি সংস্থা 'আশা'র উদ্যোগে ঝরেপড়া শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় -যাযাদি

মানুষের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল ক্ষমতা বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের সর্বোত্তম পন্থা। শিক্ষা ব্যতীত জীবন ও পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় না। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ঝরেপড়া একটি বড় প্রতিবন্ধকতা।

এ প্রতিবন্ধকতা দূর করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা'।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত উখিয়া উপজেলার ঝরেপড়া রোধে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আশা'র কক্সবাজার জেলার রামু রিজিওনাল ম্যানেজার আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশা শিক্ষা কর্মসূচির কক্সবাজার জেলার অফিসার নাহিদ খান, মরিচ্যা শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তব্যে আশা'র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, '২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়েপড়া শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে কাজ করে আসছে। দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ-৮ম) শ্রেণির পিছিয়েপড়া শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে।

আগামীতে ৯ম ও ১০ম শ্রেণি হতে ঝরেপড়া শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে