সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
কোরআন প্রতিযোগিতা
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে 'প্রত্যাশার আলো' স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জফুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। হজরত মাওলানা আব্দুল হাই'র সভাপতিত্বে ও হযরত মাওলানা মুফতি আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন, 'প্রত্যাশার আলো' সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মালেক মাস্টার, সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভা
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চৌরাস্তা মোড় এলাকায় নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উবাইদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন।
গণসমাবেশ অনুষ্ঠিত
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার আয়োজনে সোমবার বিকাল ৩টায় মাধবদী গরুর হাট মুক্তিযোদ্ধা মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বার উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমির আব্দুল জাব্বার।
কর্মিসভা অনুষ্ঠিত
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটি নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদল'র উদ্যোগে বুড়িঘাট আট নং টিলায় কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদল সবুর মিয়ার সভাপতিত্বে ও রাহাদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন টিটু, জেলা ছাত্রদলের সমাজবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন মিলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হেলাল মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, বেলাল হোসেন বাবু।
দোয়া মাহফিল
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় দ্রম্নত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ইটাখোলা গোল চত্বর বালুর মাঠে স্থানীয় শ্রমিক নেতা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহীনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক খন্দকার মতিউর রহমান মাতেন মাস্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ফকির, সাধারণ সম্পাদক আহছান উলস্নাহ মৃধা।
আলোচনা সভা
ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকান্ড ও ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা জামায়াতের আমির খ ম সাকলাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাজাহান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সাত্তার, উপজেলা কর্ম পরিষদ সদস্য ইউনুস আলীসহ অনেকে।
কমিটি গঠন
ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ আগামী ৩ বছর মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট মসজিদ পরিচালনা পর্ষদ গঠন করা কমিটি ঘোষণা করা হয়েছে। মো. জানে আলম খোকাকে সভাপতি ও মো. মাহাবুবুল আলম হিরুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। অন্যরা হলো- অ্যাডভোকেট এসএম আবুল কালাম আজাদ সিনিয়ার সহ-সভাপতি, মো. শফিকুর রহমান সহ-সভাপতি, মো. ইছাহাক আলী সহ-সভাপতি প্রমুখ।
সেমিনার অনুষ্ঠিত
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
পাবনার সুজানগরে আস্তা ফিড ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে মৎস্যজীবীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুজানগরে মেসার্স আনোয়ার ট্রেডার্সের আয়োজনে আস্তা ফিডের ডিলার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্যজীবী ইদ্রিস খান, হালিম বিশ্বাস, প্রদীপ হালদার, আসাদুলস্নাহ, মেহেদী মাসুদ, গৌতম হালদার, আলী আকবর।
ক্রীড়া প্রতিযোগিতা
ম বরিশাল অফিস
বরিশালে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শনিবার জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ অনেকে।
ক্যাম্পাস পরিদর্শন
ম গাজীপুর প্রতিনিধি
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্যর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের বাউবির চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। শনিবার সকালে এ সময় উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, প্রকল্প পরিচালক (হিট প্রকল্প) প্রফেসর ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক (এসপিকিউএ বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ মনির উলস্নাহসহ অনেকে।
কুইজ প্রতিযোগিতা
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ পৌরসভা কতৃক আয়োজিত পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম) ও ফাতেহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় আবরারুল ইসলাম আবিদ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক ভাইচ-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সভাপতি মো.মিজানুর রহমান। বিশেষ বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক কাজী সাঈদ হোসেন।
ওয়ার্কশপ অনুষ্ঠিত
ম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে এলাকার আস্থা কনভেনশন হলে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি কোটচাঁদপুর শাখা ম্যানেজার বিএম শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম-পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
পরিচিতি সভা
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি সভায় ছিলেন ইউএনও দীপ জন মিত্র, এসি ল্যান্ড জুয়েল মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার প্রমুখ।
কর্মী সমাবেশ
ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাউকান্দি বাজারে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ইছহাক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপি ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তোজাম্মিল হক নাসরুম, ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।
অবহিতকরণ সভা
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সি শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জরায়ু ক্যানসার রোধে এইচপিভি টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদু্যৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডা. সুজন কুমার সরকার, এনেস্থেসিয়া কনসালট্যান্ট ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল।
সমাবেশ অনুষ্ঠিত
ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে শ্রমিক ও ছাত্র-জনতার বিশাল সমাবেশ শুক্রবার বিকালে শহরের ধুনটমোড়স্থ পৌর টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি বিএনপি নেতা আরিফুর রহমান মিলন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনটের গণমানুষের নেতা আলহাজ জানে আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন শেরপুর মালিক-শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম শিরু। অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অনেকে।
জনসভা অনুষ্ঠিত
ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক জিএস মো. জার্জিস আলী। মনাকষা ইউনিয়ন শাখার বিএনপির সাবেক সহসভাপতি মইনুদ্দীন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক দুর্লভপুর ইউনিয়ন বিএনপি ফারুক হোসেন মেম্বার, শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম (জসি), শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
সৌজন্য সাক্ষাৎ
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকারের সাথে আটঘরিয়া সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার তার অফিস কক্ষে নবাগত অফিসার ইনচার্জেরের সাথে পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, সাপ্তাহিক দেশবিবরণ পত্রিকার বার্তা সম্পাদক ইয়ামিন হোসেন, সমিতির অর্থ-সম্পাদক জুয়েল খন্দকার, দপ্তর সম্পাদক মাসুম বিলস্নাহ, সদস্য মোহর আলী প্রমুখ।
চিকিৎসাসেবা প্রদান
ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বেসরকারি সংগঠন 'সৎসঙ্গ সামাজিক সোসাইটি'র উদ্যোগে ও 'লায়ন্স ক্লাব ইন্টান্যাশনালের' সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। শুক্রবার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি মিজানুর রহমানের (বুলু) পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড মেশকাতুল জান্নাত রাবেয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের কাউন্সিল চেয়ারপারসন ফারহানা বক্স, থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমানসহ অনেকে।
বিদায় সংবর্ধনা
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষক অসীম কুমার চৌধুরীর (বিএসসি) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার প্রধান শিক্ষক শিতেশ চন্দের সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীসহ এমদাদুর রহমান ও শাহম্মদ আলী শান্তর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সাবেক বিএসসি শিক্ষক দিলিপ কুমার রায়, অধ্যক্ষ রফিক মিয়া, প্রধান শিক্ষক ফজলুল করিম, জুয়েল রানা, সাবেক ম্যনেজিং কমিটির সভাপতি সদস্যবৃন্দ এবং বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য জিহাদ কামাল খোকন, হাজী মহসিন সাদেক, আকিবুর রহমান, আব্দুস শহীদ, শিক্ষানুরাগী এমদাদুল হক।
নতুন কমিটি
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নলছিটি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নাজমুল হায়দার খান বাদল সভাপতি ও এমএইচ প্রিন্সকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন। শনিবার সকালে পুরাতন পোস্ট অফিস রোডস্থ উপজেলা কেমিস্ট আ্যান্ড ড্রাগিস্ট সমিতির অস্থায়ী কার্যালয়ে বিসিডিএসদর সব সদস্যদের কন্ঠভোটে নাজমুল হায়দার খান বাদল সভাপতি ও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এমএইচ প্রিন্স সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হন। পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ নভেম্বর গঠন করা হবে।
যৌথ কর্মিসভা
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির তিন অঙ্গসংগঠনের উদ্যোগে দিক-নির্দেশনামূলক যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মো. মুন্নাফ মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল আজম, সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা ছাত্রদলের সদস্যসচিব ফরিদার রহমান তপু প্রমুখ।
কর্মী সম্মেলন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঙ্গু থানা শাখার আওতাধীন বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাজালিয়া বাস স্টেশনের চৌধুরী টাওয়ার চত্বরে বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাশুকুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি ইসমাঈল মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঙ্গু থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. আবদুল জলিল, সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল জসিম উদ্দিন।