শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কালিয়ায় গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
কালিয়ায় গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়দিয়ার নবগঙ্গা নদীতে এ নৌকা বাইচ হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি নামে। সেই বৃষ্টিকে পাত্তা না দিয়ে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে। প্রতিযোগিতায় অংশ নেয় ৫টি নৌকা।

উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের লক্ষ্ণীপূজা উপলক্ষে সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার মেলার শেষ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে নবগঙ্গা-মধুমতি নদীর মিলনস্থলে আয়োজন করা হয় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

বাইচে অংশ নেয় ভাই-বোন স্বপ্ন তরী, মা শীতলক্ষ্যা, জয় মা কালী, মোবাইল বাচাড়ি ও তুফান। নদীর দুই পাড়ে থাকা হাজারো দর্শনার্থী। বৃষ্টিকে উপেক্ষা করে নদীপাড়ে মানুষের ঢল নামে।

চারটি ধাপে সম্পন্ন হওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জের মোবাইল বাচাড়ি, রানার্সআপ হয়েছে বাশুড়িয়ার তুফান, তৃতীয় হয়েছে জয় মা কালী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন লোহাগড়া ইউএনও ফাতেমা আজরিন তন্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে