রাবিতে পেরেকবিদ্ধ গাছ থেকে সাইন বোর্ড সরালেন স্বেচ্ছাসেবীরা

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন গাছ থেকে পেরেক, সাইনবোর্ড সরালেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি শুরু করেন তারা। এর আগে ১৮ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক সামাজিক যোগাযোগমাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সাড়া দিয়ে তারা এই কাজ করেন। সরেজমিন ক্যাম্পাসের আই ট্রিপল-ই আরউএসবি, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম, রাবি সাইন্স ক্লাব, রাবি গ্রিন ভয়েস, রোভার স্কাউট, ইংলিশ স্পিকিং ক্লাব, এসিসিই গ্রম্নপ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করতে দেখা যায়। রাবি গ্রিন ভয়েসের সভাপতি আশিকুর রহমান অন্তর বলেন, 'আমরা এর আগেও গাছ থেকে এগুলো অপসারণের চেষ্টা করেছি। একাধিকবার ভিসি এবং প্রক্রিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তখন তারা বলেছিলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানার আছে, এগুলো তোলা সম্ভব হবে না। বর্তমানে দেশ যেহেতু সংস্কারের পথে সেই সংস্কার ধারাবাহিকতায় বর্তমান প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।