নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় পথচারী নিহত হয়। অন্যদিকে নেত্রকোনার মদনে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধুর মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাতে মহাসড়কের সোনারগাঁওয়ে নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে তারা দুই বন্ধু মোটর সাইকেলে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুইজনের মৃতু্য হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় আরব আলী (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরব আলী বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা গ্রামের মনির হোসেনের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ বলেন, বীরপাশা এলাকায় মহাসড়কের পাশে আরব আলী দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রম্নতগতির একটি ড্রাম ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরব আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ট্রাকটিও মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মদনে হেন্ট্লী ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। শনিবার দুপুরে কেন্দুয়া থেকে আসা সিএনজিটি মদন পৌরসভার বৈশ্যপাড়া ব্রিজ সংলগ্ন আসলে বিপরীত দিক থেকে আসা হেন্টলী মুখোমুখী ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমান (৫৬) কেন্দুয়া উপজেলার ছিতুলিয়া গ্রামের মরহুম খুদে নেওয়াজের ছেলে। বাকী আহতরা হলেন- মদন উপজেলার রত্নপুর গ্রামের সিএনজি চালক তামিম (৩০), মদন গ্রামের রহিমা আক্তার (৫০), রত্নপুর গ্রমের লাকী আক্তার (৩০) ও তার মেয়ে মিনতি আক্তার (১৩)। আহতের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মদন থানার ওসি নাহিদ হাসান জানান, হেন্টলি জব্দ করা হয়েছে, ড্রাইভার পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।