গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় বিএনপির ৯ জন আহত

বাজিতপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৬

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রদল নেতাসহ বিএনপির অন্তত ৯ জন আহত হয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জের বাজিতপুরে বাড়ির জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ৯ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে চাঁচকৈড় মধ্যমপাড়া মহলস্নায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মধ্যমপাড়া মহলস্নার পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ (২২), বিএনপিকর্মী সাইফুল ইসলাম (৪২), শামীম হোসেন (৩৮), ছাত্রদল কর্মী জনি আহমেদ (২২) ও সাব্বির হোসেন (১৯) এর অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাকিলের ভাই নুর ইসলাম জানান, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর জোরপূর্বক বিএনপি সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ বস্তা চাল বাকিতে নেন। সরকার পতনের পর রিজভী পাওনা টাকা দাবি করেন। এর জেরে গত বুধবার রাকিব ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদ হোসেনকে মারপিট করেন আলমগীর। এ ঘটনায় থানায় অভিযোগ করেন রাকিব। পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিলের নেতৃত্বে চাঁদাবাজ ও সন্ত্রাসী যুবলীগ কর্মীদের বিরুদ্ধে মিছিল বের হয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর, জাহাঙ্গীর হোসেনসহ তার অনুসারীরা ছাত্রদল নেতা শাকিল, রাকিব ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।' গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আবু রায়হান বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।' বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরানখলা গ্রামে বাড়ির জমি নিয়ে রফিকুল ইসলাম গং ও আবু সিদ্দিক গং এর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- বাতেন মিয়া (২৮), রিনা খাতুন (৪৫), দেলোয়ারা খাতুন (৪০), শফিক মিয়া (২৭), রফিকুল ইসলাম (২৯), আবু সিদ্দিক (৫০)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শফিক মিয়াকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পুরানখলা গ্রামে। বাজিতপুর থানার ওসি মোরাদ হোসেন বলেন, কোনো পক্ষই অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।