শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছালামিপাড়া পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গত শুক্রবার রাতে ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু ছালামিপাড়া আলী হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সতর্ক করেন যাতে বিনা-অনুমতিতে আর পাহাড় না কাটে।

ইউএনও ইসমাত জাহান ইতু জানান, পাহাড় কাটার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ ওই জায়গা পরিদর্শনে গিয়ে সত্যতা খুঁজে পান। তাই অপরাধ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তি হিসেবে জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে