গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে জয়দেবপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বানিয়ারচালা সাফারি পার্ক রোডস্থ এলাকায় মৃত. আমির হোসেনের বাড়িতে অভিযান চালান। অভিযানে মাদক বিক্রিতে জড়িত আমিরের স্ত্রী ও পুত্রবধুকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে বসতঘরের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশে লুকিয়ে রাখা ৩৯ কেজি গাঁজা, ৫৬০টি ইয়াবা, দুই বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ প্রায় ৯ লাখ টাকা জব্দ করে। এসময় মাদক বিক্রি ও সেবনে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও বলেন, গ্রেপ্তার ২৫ আসামিকে শুক্রবার রাতে মাদক সেবনের দায়ে ১০ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।