শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর অস্ত্র উঁচিয়ে হামলা করা সেই হোসেন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর অস্ত্র উঁচিয়ে হামলা করা সেই হোসেন গ্রেপ্তার

সিরাজগঞ্জে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা ও একটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীকে গ্রেপ্তার করেছের্ যাব-১২। শুক্রবার রাতে ঢাকার শেরেবাংলানগর থানাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন আলী সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহলস্নার শিল্পী আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেনর্ যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর বিকালে হোসেন আলী ও তার সহযোগীরা চক কোবদাসপাড়া গ্রামের মো. মেরাজ (১৮) নামে এক যুবককে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত মেরাজের মা শিল্পী খাতুন বাদী হয়ে হোসেন আলীসহ জ্ঞাত-অজ্ঞাত ১৪ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। এ ছাড়া গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে