মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরে ইলিশমাছ ধরায় ৩৬ জেলে ও রাজবাড়ির গোয়ালন্দে অস্ত্রসহ ৪ জেলে আটক হয়েছে। অন্যদিকে, পিরোজপুরের ইন্দুরকানীতে ছান্দি জালসহ ১৩ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এছাড়া বরিশালের বাবুগঞ্জে মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ফের অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ৫ লাখ ৪৬ হাজার মিটার জাল, ২৯০ কেজি ইলিশ ও ১৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়া ৩৬ জেলের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌপুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর নৌ থানার ওসি একেএম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ট্রলার থেকে রিভলবার ও বন্দুকসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। গত শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা সেনাবাহিনীর কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, গোয়ালন্দ নৌ ফাড়ির এসআই ছগির মিয়া প্রমুখ।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর থানার কাঁচরন্দ গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে জীবন মুন্সী (২০), এক?ই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন শেখ (৩৯), পাবনা জেলার আমিনপুর থানার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫), এক?ই থানার ঢালার চর গ্রামের মোঃ আনসার মোলস্নার ছেলে খায়রুল মোলস্না (২৩)। এ বিষয়ে অস্ত্র মামলা দিয়ে পুলিশের হাতেওই চারজনকে সোপর্দ করা হয়েছে।
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩ হাজার দুইশ' মিটার জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। গত শুক্রবার উপজেলার বলেশ্বর ও কঁচা নদীতে মৎস্য দপ্তরের অভিযানে প্রায় ১২,০০০ মিটার জাল জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বলেশ্বর নদীর আলীর খাল এলাকা থেকে প্রায় ২৫০০ মিটার সুতার জাল, কঁচা নদীর সাইদখালি চর সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল এবং চন্ডীপুর বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬৫০০ মিটার ছান্দি জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার আইনুল নিশাত। সহযোগিতা করেন ইন্দুরকানী থানা পুলিশ সদস্য, ডাটা এনুমারেটর নিরব হাওলাদার এবং মাঠ সহায়ক সাকিল শেখ।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ফের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার এ জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বাবুগঞ্জ ইউএনও শাকিলা রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ইউএনও শাকিলা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বিকালে মীরগঞ্জ ফেরিঘাটে অভিযান চালান। তারা সরজমিনে নির্ধারিত মূল্যের কয়েক গুণ বেশি ভাড়া উত্তোলনের প্রমাণ পান। ভ্রাম্যমাণ আদালতের নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ইজারাদারের লোকদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।