টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জলবদ্ধতা দূরীকরণের জন্য মানববন্ধন করেছেন এলাকাবাসী। অপরদিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র-জনতার বিভিন্ন পর্যায়ের নেতারা। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জলবদ্ধতা দূরীকরণের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার স্থানীয় ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নিরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী, স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী প্রমুখ। বক্তারা বলেন, আশেকপুর এলাকায় ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর যাবৎ সারা বছরই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রম্নততম সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় এলাকাবাসী, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নবপদায়নকৃত ডাক্তার মামুন হাসানকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। শনিবার দুপুরে নেছারাবাদ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা নেছারাবাদ জগন্নাথকাঠি বন্দর থেকে বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান কয়েকটি সড়কে মিছিল করেন। মিছিলে ডাক্তার মামুন হাসানের দুর্নীতিসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে স্স্নোগান দেন। স্স্নোগান শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য প্রদান করেন, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, সমাজসেবক মো. নাসির উদ্দীন তালুকদারসহ স্থানীয় ছাত্র-জনতার বিভিন্ন পর্যায়ের নেতারা।