কেরানীগঞ্জে কলহের জেরে অটোচালক স্বামীকে হত্যা

সিরাজগঞ্জে যমুনায় ডুবে মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃতু্য

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কেরানীগঞ্জে কলহের জেরে অটোচালক স্বামীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে সিরাজগঞ্জে যমুনায় ডুবে যাওয়া স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার ও চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চালক স্বামী নয়ন হত্যার অভিযোগে দ্বিতীয় স্ত্রী শারমিনকে (৩০) মামলার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছের্ যাব-১০। শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেনর্ যাব-১০'র সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি জানান, গত ২৩ অক্টোবর ভোর পাঁচটায় উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার তালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী শারমিন স্বামী নয়ন মিয়াকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা নয়নকে রক্তাক্ত আহত অবস্থায় চিকিৎসার জন্য মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নিলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এ ঘটনায় ভিকটিম নয়নের প্রথম স্ত্রী শাহানা আক্তার (২৩) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আসামি ভিকটিম নয়নের দ্বিতীয় স্ত্রী শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।র্ যাবের আভিযানিক দল শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল মর্জিনা পট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। আসামিকে সংশ্লিষ্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তরের করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ শহরের ক্রসবাঁধ-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নবম শ্রেণির স্কুলছাত্র জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাজশাহী থেকে আসা ডুবুরি দল অভিযানে নেমে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। জিহাদ (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহলস্নার জুয়েল হোসেনের ছেলে এবং শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শুক্রবার তার নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তাকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। এরপর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রাজিব মোহাম্মদ রনি (২৬) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে। রনি জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিলমুরারী এলাকার বাসিন্দা। জানা গেছে, শনিবার সকালে রাজিব মোহাম্মদ রনি ইস্পাত তৈরির বিএসআরএম থেকে উিউটি শেষে বাড়ি ফেরার পথে সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় ট্রেনে কাটা পড়েন। পরবর্তীতে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা পরিবারের কাছে লাশ উদ্ধার করে হস্তান্তর করেন। রেলওয়ে সীতাকুন্ড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্যর বিষয়টি তার জানা নেই। তারপরও খোঁজ নিয়ে দেখবেন।