শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বাঘারপাড়ার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
বাঘারপাড়ার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যশোরের বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারীরা প্রধান উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, সচিবসহ বিভিন্ন দপ্তরে এই অভিযোগ পাঠান।

লিখিত অভিযোগে উলেস্নখ করা হয়েছে, কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান অফিস চলাকালে কর্মস্থলে অনুপস্থিত থেকে বাসায় বসেই অফিসের স্টাফদের মনিটরিং করেন। এজন্য নিয়মনীতি উপেক্ষা করে তার অফিসকক্ষ ব্যতীত সব রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। বিভিন্ন প্রকল্পের মাঠ দিবসে নিজের মনগড়া নির্দেশিত ৬০ কৃষককে নিয়ে মাঠ দিবস বাস্তবায়ন করান। পরে জোরপূর্বক ১২৫ থেকে ১৫০ জনের তালিকায় ক্ষমতার অপব্যবহার ও চাপ প্রয়োগ করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর এবং বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার করে তুলে নেন। বিভিন্ন প্রকল্পের উপকরণ বরাদ্দ মোতাবেক জৈব ও রাসায়নিক সার, বীজ, কীটনাশক, পরিবহণ, রোগিং, ফলদ-বনজ গাছ কৃষকের প্রাপ্তি যথাযথ না দিয়ে অনিয়ম দুর্নীতি করে টাকা আত্মসাৎ করেন। তবে অফিস রেজিস্ট্রারে সঠিক বরাদ্দ মোতাবেক কৃষকদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেন। এ ছাড়া খালি রেজিস্ট্রারে স্বাক্ষর করানোর পর বরাদ্দকৃত উপকরণের পরিমাণ লিপিবদ্ধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে জোরপূর্বক শনাক্তকারীর স্বাক্ষর করানো হয়। প্রণোদনা/পুনর্বাসন উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকদের টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও অফিস স্টাফ, কৃষকদের দিয়ে কাজ করানো, অফিসের বিভিন্ন উপকরণ জোরপূর্বক অফিস স্টাফদের বেতনের টাকা দিয়ে কিনে তা আবার ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ করেন বলেও অভিযোগপত্রে উলেস্নখ করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব অভিযোগের তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন অভিযোগকারীরা। এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান এসব অভিযোগটি অস্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে