ভোলার মনপুরায় নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের (এমসিএমএফপি) উদ্যোগে উপজেলা
মৎস্য অফিস এই কর্মশালার আয়োজন করা হয়। সোমবার উপজেলা পরিষদ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সামুদ্রিক সংরক্ষিত এলাকার পরিধি ও বিস্তৃতি, মৎস্য আহরণ ও বিপণন ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এ ছাড়া নিঝুম দ্বীপ এমপিএ এলাকার বিভিন্ন ব্যবহারভিত্তিক অঞ্চল বিভাজন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও পাঠান মো. সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মনপুরা কোস্টগার্ডের কন্টিনেজন্ট কমান্ডার পেটি অফিসার কাওসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের বেঙ্গল এলাসমো ল্যাবের গবেষণা সহকারী নাজিয়া হোসেন। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশ'র প্রোগ্রাম অফিসার শেখ মো. সাঈফ উল হক চিশতি।